images

সারাদেশ

রংপুরে দুই কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

জেলা প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ এএম

নিয়মিত অভিযানের অংশ হিসেবে রংপুরে দুই কেজি গাঁজাসহ মোটরসাইকেল জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারি সটকে পড়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জেলা পুলিশের মিডিয়া সেলে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে গংগাচড়ার ৫ নম্বর লক্ষীটারি ইউপির পূর্ব ইচলী খাড়ারভাজ ব্রিজের উপর বালারঘাট থেকে  গংগাচড়াগামী পাকা রাস্তার ওপর মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। এসময় লালমনিরহাট কালীগঞ্জের দিক থেকে আসা একটি মোটরসাইকেল থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’জন অজ্ঞাতনামা মাদককারবারি মোটরসাইকেল ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে মোটরসাইকেল তল্লাশি করে সিট কভারের নিচে সাদা প্লাস্টিকের পলিথিনে মোড়ানো পাটের সুতলি দিয়ে বাঁধা অবস্থায় দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুন

বেনাপোল এক্সপ্রেসে অভিযান, ৪ কোটি টাকার এলএসডি জব্দ

এ ঘটনায় জব্দ করা মালামালসহ থানায় জমা করা হয় এবং গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। সেইসঙ্গে পলাতক অজ্ঞাতনামা মাদককারবারিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

প্রতিনিধি/এসএস