কুষ্টিয়ার পোড়াদহ স্টেশনে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে চার কোটি টাকা মূল্যের ভারতীয় মাদক এলএসডি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে চারটার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
আজ রাত ৮টায় কুষ্টিয়ার ৪৭ বিজিবির অধিনায়ক মাহবুব মোর্শেদ রহমান পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে পোড়াদহ স্টেশনে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায় কুষ্টিয়া বিজিবির একটি দল। এ সময় ট্রেন তল্লাশি করে বিশেষ ব্যবস্থায় রাখা একটি মোড়কের মধ্যে থেকে আট বোতল (১০০ এমএল করে প্রতি বোতল) জব্দ করা হয়। এছাড়াও প্রায় দুই লাখ টাকা মূল্যের সিটি গোল্ডের অলংকার জব্দ করা হয়। এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এসএস