images

সারাদেশ

ঝালকাঠিতে নানা আয়োজনে বর্ষবরণ উদযাপন 

জেলা প্রতিনিধি

১৪ এপ্রিল ২০২৫, ০২:২৫ পিএম

আনন্দ শোভাযাত্রাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলা নতুন বছর ১৪৩২ পহেলা বৈশাখ বর্ষবরণ উৎসব পালিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিশুপার্ক মুক্ত মঞ্চে শেষ হয়। সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান।

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে টাঙ্গাইলে বর্ষবরণ

এ সময় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক নান্নুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

1000014084

সকাল ৮টায় জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসক আশরাফুর রহমান বিশিষ্টজনদের নিয়ে পান্তা উৎসবের আয়োজন করেন।

এছাড়া দিনব্যাপী বৈশাখী মেলা, হাডুডু খেলাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন। জেলার অন্যান্য উপজেলাগুলোতেও আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিনিধি/এসএস