জেলা প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০২:৫২ পিএম
লক্ষ্মীপুরের রায়পুরে অস্ত্রধারী কিশোর গ্যাংয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয়রা। বাড়িঘরে হামলা-ভাঙচুরসহ কুপিয়ে আহত করা হচ্ছে সাধারণ মানুষকে। এমন বর্বরতার প্রতিকার চেয়ে কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
শনিবার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে রায়পুর থানার সামনে এ মানববন্ধন-বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
এ প্রতিবাদ কর্মসূচিতে ভুক্তভোগীসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন— স্থানীয় শাহাদুল্লা মাঝি বাড়ির জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সংগঠক রায়হান হোসেন, ভুক্তভোগী রাজিয়া বেগমের পরিবারসহ অন্যান্য সচেতন মহল।
উপস্থিতরা দাবি করেন— একের পর এক কিশোর গ্যাংয়ের হামলায় অতিষ্ঠ তারা। অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
জানা গেছে, গত ৩ এপ্রিল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উদমারা গ্রামে এলাহি বক্স পাটওয়ারি বাড়ির সামনে জাহাঙ্গীর আলমের স্ত্রী রাজিয়া বেগমের ছেলেকে ঢিল মারার প্রতিবাদ করাকে কেন্দ্র করে কিশোর গ্যাং প্রধান জুবায়ের হোসেনের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার বসতঘরে হামলার চালায়। এসময় ধারালো অস্ত্র দ্বারা নারীসহ চারজনকে কুপিয়ে জখম করা হয়। তিনজনের অবস্থার অবনতি ঘটায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
এঘটনায় রাজিয়া বেগম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল রায়পুর আদালতে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন আসামি করে একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত কিশোর গ্যাং প্রধান জোবায়ের হোসেন উদমারা গ্রামের আবদুর রহিমের ছেলে।
প্রতিনিধি/টিবি