images

সারাদেশ

রাতে আগুনে পুড়ল এসএসসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ

জেলা প্রতিনিধি

১১ এপ্রিল ২০২৫, ০৯:৪২ এএম

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দু’টি কক্ষ ও একটি স্টোর রুম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম।

thumbnail_IMG_20250410_232946

আরও পড়ুন

ধর্ষকের বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

তিনি ঢাকা মেইলকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুই ইউনিট। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের দু’টি শ্রেণিকক্ষ ও একটি স্টোর রুমের আসবাবপত্রসহ চেয়ার টেবিল পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হবে। তবে আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

thumbnail_IMG_20250410_232957

অন্যদিকে খবর পেয়ে রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, আমরা এখনও নিশ্চিত নই কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা দিনের বেলায় সবকিছু খতিয়ে দেখবে। তবে এতে চলমান এসএসএসি পরীক্ষা ব্যাহত হবে না। পরীক্ষা কেন্দ্রের একটি কক্ষ পুড়ে গেছে। সেই কক্ষের পরীক্ষা অন্য কক্ষে নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস