নরসিংদীর শিবপুরে ১২ বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত নারায়ণ পালের বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
জানা যায়, বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে অভিযুক্ত নারায়ণ পালকে কুমিল্লা থেকে আটক করে র্যাব-১১। আটকের খবর পাওয়ার পর অভিযুক্ত ধর্ষকের বাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
বিজ্ঞাপন
এর আগে গত মঙ্গলবার শিবপুরের বাঘাব ইউনিয়নে ১২ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে কুন্দারপাড়া কুমার বাড়ির মৃত সুভাষ চন্দ্র পালের ছেলে নারায়ণ চন্দ্র পাল (৫০) এর বিরুদ্ধে। পরে বুধবার (৯ এপ্রিল) কিশোরীর বাবা বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন বলেন, যে ঘরটি আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে সেটি নারায়ণের ভাই নেপালের ঘর। যারা আগুন দিয়েছে তারা বুঝতে পারেনি কোনটি নারায়ণের ঘর আর কোনটি তার ভাইয়ের ঘর। আগুন দেওয়ার পর নারায়ণের ভাই নেপালের ঘর পুরোটাই পুরে গিয়েছে। তবে নারায়ণের ঘরেও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিনিধি/এসএস

