উপজেলা প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৭ এএম
ফেনী নদীর মিরসরাইয়ের অংশে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে মিরসরাই উপজেলা প্রশাসন।
_20250407_093658487.jpeg)
রোববার (৬ এপ্রিল) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম অভিযান পরিচালনা করেন। এসময় করেরহাট অলিনগর বিজিবি ক্যাম্পের সদস্য ও জোরারগঞ্জ থানা পুলিশ সহযোগিতা করেন।
_20250407_093633582.jpeg)
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম বলেন, স্থানীয় কৃষকদের অভিযোগের ভিত্তিতে ফেনী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফেনী নদীর লিচুতলা ও মোল্লাপাড়া পয়েন্টে গিয়ে দেখা যায়, নদীর তীর ঘেঁষে স্থাপিত শ্যালো ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের ফলে কৃষিজমির ভাঙন দেখা দিয়েছে। তারই প্রেক্ষিতে দু’টি স্থানে স্থাপিত পনেরটি শ্যালো ড্রেজার বিকল এবং বালু উত্তোলনের প্রায় দেড় কিলোমিটার সংযোগ পাইপ নষ্ট করে দেওয়া হয়।
_20250407_093646461.jpeg)
তিনি আরও বলেন, এসময় বালু উত্তোলনের কাজে জড়িত কাউকে আটক করা যায়নি। এসময় স্থানীয়দের অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে উদ্বুদ্ধ করা হয় এবং উপজেলা প্রশাসনকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিরোধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে বলেও জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
প্রতিনিধি/এসএস