পিরোজপুরের নেছারাবাদে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ পাওয়া গেছে। যাত্রীদের জিম্মি করে বাস কাউন্টারের মালিকরা সিন্ডিকেট তৈরি করে নিজেরদের মতো ভাড়া আদায় করছেন। এ নিয়ে প্রশাসন অভিযান চালালেও কোনোরকম তোয়াক্কা না করে নিজেদের মতো ভাড়া নিচ্ছেন কাউন্টার মালিকরা।
ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের অভিযোগে নেছারাবাদে মোল্লা এক্সপ্রেসের কাউন্টারকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বিজ্ঞাপন
বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে শনিবার বিকেলে নেছারাবাদ থানা পুলিশের সহায়তায় স্বরূপকাঠির বাসটার্মিনালে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ।
অভিযানে ‘ইকরা’ পরিবহনের স্থানীয় কাউন্টারের দায়িত্বে থাকা হৃদয় বিক্রমকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে এ অভিযান অব্যাহত থাকবে।
এদিকে অতিরিক্ত বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে জরিমানা করা হলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বাড়তি ভাড়া থেকে রেহাই দেওয়া হচ্ছে না যাত্রীদের। ঢাকাগামী বাস কাউন্টার মালিকরা যাত্রী প্রতি আটশ টাকা করে ভাড়া আদায় করছেন প্রকাশ্য। কাউন্টার মালিকরা বলছেন, একটি গাড়ি আনতে অনেক খরচ।
নাম প্রকাশে অনিচ্ছুক নেছারাবাদ থেকে ঢাকাগামী এক বাস কাউন্টার মালিক বলেন, এখানে সবাই আটশ টাকা করে ভাড়া নিচ্ছে। আমি যদি একশ টাকা কম নেই। তাহলে সবাই আমাকে চেপে ধরবে। তখন আমার টিকে থাকা কষ্ট হয়ে পড়বে।
জরিমানা দেওয়া মোল্লা বাস কাউন্টার মালিকের দায়িত্বে থাকা হৃদয় বিক্রম বলেন, এখানে সবাই আটশ নিচ্ছে। তাদের কাউকে জরিমানা করা হয়নি। আমাকে জরিমানা করা হয়েছে।
আরমান নামে এক যাত্রী বলেন, আমি ঢাকায় যাচ্ছি। আমার কাছ থেকে আটশ টাকা ভাড়া নেয়া হয়েছে। এখানে ৫০০ টাকার ভাড়া ৮০০ টাকা নেয়া হচ্ছে। যা খুবই অনিয়ম। এখানে প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত।
নেছারাবাদ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান মাহামুদ জানান, আমরা অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে শনিবার বাস কাউন্টারে অভিযান চালিয়ে মোল্লা এক্সপ্রেস নাম একটি কাউন্টারে অভিযান চালিয়ে ৭ হাজার টাকা জরিমানা করেছি। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে অন্য কাউন্টারগুলোর মালিক কাউন্টার বন্ধ করে সটকে পড়েছে।
প্রতিনিধি/এসএস