images

সারাদেশ

জামালপুরে ৪ দফা দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট

ঢাকা মেইল ডেস্ক

০৬ এপ্রিল ২০২৫, ০২:১৯ পিএম

images

জামালপুরে ৪ দফা দাবিতে অ্যাম্বুলেন্স ধর্মঘট পালন করেছেন চালকরা।  এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সিভিল সার্জনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

রোববার (৬ এপ্রিল) সকালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তিন দপ্তরে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় সংগঠনটির নেতারা জানান, অ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়নের জন্য ২০২৩ ও ২০২৪ সালে নানা কার্যক্রম হাতে নিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। এছাড়াও মহাসড়কে চাঁদাবাজি, পুলিশের হয়রানিসহ নানা কারণে সেবা প্রদানে বাধাগ্রস্থ হচ্ছেন অ্যাম্বুলেন্স চালকরা। তাই কম সময়ের মধ্যে সরকারকে অ্যাম্বুলেন্স নীতিমালা বাস্তবায়ন ও ৪ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান নেতারা।

দাবি মানা না হলে ১২ এপ্রিল থেকে অনির্দিষ্টকোলের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা।

প্রতিনিধি/টিবি