অ্যাম্বুলেন্স থেকে প্রাইভেটকারের মতো আয়কর নেওয়া বাতিলসহ বিভিন্ন দাবিতে ২৪ জুলাই দিবাগত রাত থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
রোববার (২৩ জুলাই) সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি নানা দুর্যোগ ও দীর্ঘদিনের দাবি দাওয়া নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সেখানে উল্লেখিত দাবি না মেনে নেওয়ায় ২৪ জুলাই দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘট পালন করা হবে।
এর আগে গত ১০ জুলাই রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরেন অ্যাম্বুলেন্স মালিকরা। দাবি না মানলে অ্যাম্বুলেন্স ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছিলেন তারা। এরই ধারাবাহিকতায় ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।
সমিতির দাবিগুলো হলো
১. সেবাখাতে বিআরটিএ কর্তৃক অ্যাম্বুলেন্সে প্রাইভেটকারের মত আয়কর (এটিআই) নেওয়া চলবে না।
বিজ্ঞাপন
২. অনতিবিলম্বে অ্যাম্বুলেন্সের জন্য জাতীয় নীতিমালা করতে হবে।
৩. অবিলম্বে প্রধানমন্ত্রীর ঘোষিত টোল ফ্রি বাস্তবায়ন করতে হবে।
৪. দেশের প্রত্যেকটি হাসপাতালে অ্যাম্বুলেন্সের পার্কিং সুবিধা দিতে হবে।
৫. রোগী থাকা অবস্থায় প্রতিটি পাম্পে সিরিয়াল ছাড়া তেল এবং গ্যাস নেওয়ার সুযোগ দিতে হবে।
৬. সড়কে হয়রানিমুক্ত পথ চলার সুযোগ দিতে হবে।
এমএইচ/এমআর