images

সারাদেশ

ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতার দ্বন্দ্ব চরমে, অফিস-গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি

০৫ এপ্রিল ২০২৫, ১১:৩৫ এএম

রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। একে অপরের ওপর অফিস ভাঙচুর ও আগুন দিয়ে গাড়ি পুড়িয়ে দেয়ার পাল্টাপাল্টি অভিযোগ তুলেছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রা‌ত সাড়ে ৯টার দিকে শহরের আজাদী ময়দানে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের রাজনৈতিক অফিস ভাঙচুরের ঘটনা ঘটে।

এর কিছুক্ষণ পরেই রাত ১০টার দিকে শহরের ইয়া‌ছিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে পা‌র্কিং করা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।

আরও পড়ুন

ঘুমাতে গেলে চোখ বুজতেই তার মুখটা দেখতে পাই: ডা. তাসনিম জারা

জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান বলেন, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের নেতৃত্বে একদল যুবক কোনো কারণ ছাড়াই আজাদী ময়দানে আমার অফিসে ভাঙচুর চা‌লায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব।

thumbnail_FB_IMG_1743757342502

অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেন ফেসবুক লাইভে বলেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান ঈদের আগে আমার কাছে চাঁদা দাবি করে। তার দাবি করা চাঁদা না দেয়ায় সে তার লোকজন নিয়ে আমার ওপর হামলা করে আমার প্রাইভেটকার আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমানের অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সা‌ব্বির হোসেনের প্রাইভেটকারও আগুন লাগে। এ দু’টি ঘটনায়  শহরে থমথমে অবস্থা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি বলেও জানান ওসি।

প্রতিনিধি/এসএস