উপজেলা প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ১০:৩৮ এএম
ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জেরে সুলতান হোসেন সাগর (২১) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় এ ঘটনা ঘটে।
সুলতান হোসেন সাগর সাভার পৌর এলাকার ডগরমোড়া মহল্লার মৃত তসলিম উদ্দিনের ছেলে এবং পেশায় একজন রঙমিস্ত্রী ছিলেন।
নিহতের বন্ধু মাহিদুল ইসলাম রিফাত বলেন, স্থানীয় নাইট গার্ডের ফোনের মাধ্যমে আমি জানতে পারি, আমার বন্ধুকে কুপিয়ে আহত করেছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে সাগরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। এর আগে শফিক নামে স্থানীয় এক যুবকের সঙ্গে সাগরের ঝামেলা হয়। এরপর শফিকই নাকি তাকে বিভিন্ন সময় হুমকি দেয় বলে আমাকে জানিয়েছিল সাগর। আমার ধারণা, শফিকই আমার বন্ধুকে হত্যা করে থাকতে পারে।
সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিবুল মামুন শুভ বলেন, রাত ১১টা ৪৫ মিনিটে দিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। তার পায়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে এবং অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হতে পারে বলে জানান তিনি।
আরও পড়ুন
এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পূর্বশত্রুতার জেরে সাগরকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/টিবি