images

সারাদেশ

হাতিয়ায় সুপারমার্কেট মালিক-ব্যবসায়ী সমিতির সভাপতি আমজাদ, সম্পাদক মিজান

উপজেলা প্রতিনিধি

১৮ মার্চ ২০২৫, ১০:১৪ এএম

images

নোয়াখালীর হাতিয়া সুপারমার্কেট মালিক-ব্যবসায়ী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি একেএম আমজাদ উদ্দিন সাফদার এবং সম্পাদক মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ইমরান।

সোমবার (১৭ মার্চ) বিকেলে ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মো. তোফায়েল হোসেন।

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে হাতিয়া দ্বীপ সরকারি কলেজে এ ভোট প্রদান করেন। মোট ভোটারের সংখ্যা ছিল ২১৪টি। এরমধ্যে প্রত্যক্ষ ভোট পড়েছে ১৫৮টি এবং অনলাইনে ফরেন ভোট পড়েছে  ২৮টি।

উপজেলা শহরে মার্কেটটি প্রতিষ্ঠার পর এটিই প্রথম নির্বাচন। মালিক-ব্যবসায়ী সমিতির এ নির্বাচনে ১১টি পদে দু’টি প্যানেলে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে একেএম আমজাদ উদ্দিন সাফদার ৯৩টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. কামরুল ইসলাম পান ৮৮ ভোট।

আরও পড়ুন

বরগুনার মেয়েকে বিয়ে করলেন চট্টগ্রামের আলোচিত সমন্বয়ক রাফি

সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান ৯৬টি ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আজহার উদ্দিন ৮১ ভোট পান। একইসঙ্গে সাংগঠনিক সম্পাদক পদে মো. ইমরান ৮৯টি ভোট পান এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদ উল্যাহ্ সুজন পান ৮১ ভোট।

এদিকে, নির্বাচন চলাকালীন ভোট কেন্দ্র পরিদর্শন করেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম। এসময় তিনি বলেন, নানান সমস্যা উত্তরণ শেষে দীর্ঘদিন পর আজ হাতিয়া সুপারমার্কেটের ভোট অনুষ্ঠিত হচ্ছে। এটি হাতিয়ার জন্য মাইলফলক হিসেবে থাকবে। নির্বাচিত প্রতিনিধিরা নির্ভেজাল ও দায়িত্বশীল ভূমিকায় থেকে এ মার্কেট পরিচালনা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

thumbnail_IMG20250317100732

এ নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, মো. ছাইফুল হক মাছরুরী। পর্যবেক্ষক হিসেবে ছিলেন হাতিয়া প্রেসক্লাবের সভাপতি মো. ফিরোজ উদ্দিন, হাতিয়া নিউমার্কেটের ব্যবসায়ী আব্দুল কাদের, গণমাধ্যম কর্মী ছায়েদ আহামেদ, ছাইফুল ইসলাম, উত্তম সাহা ও হানিফ উদ্দিন।

এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে এএসআই মো. জালাল উদ্দীনের নেতৃত্বে ৪জন পুলিশ সদস্য এবং ৬জন আনসার ছিল। সেইসঙ্গে হাতিয়া থানায় দায়িত্বরত ডিএসবি সোহাগ তালুকদারও ছিলেন।

এর আগে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি উক্ত নির্বাচনের তফশিল ঘোষিত হয়।

প্রতিনিধি/এসএস