সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বরগুনার মেয়েকে বিয়ে করলেন চট্টগ্রামের আলোচিত সমন্বয়ক রাফি

জেলা প্রতিনিধি, বরগুনা
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ০৯:১১ এএম

শেয়ার করুন:

বরগুনার মেয়েকে বিয়ে করলেন চট্টগ্রামের আলোচিত সমন্বয়ক রাফি

বিয়ে করেছেন পুলিশের বন্দুকের নলের সামনে জীবনকে বাজি রেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা রাখা আলোচিত চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় বিষয়টি তালাত মাহমুদ রাফি ও তার হবু স্ত্রী ভেরিফাই ফেসবুকে নিশ্চিত করেন। এরপর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি ও বিভিন্ন আলোচনা ছড়িয়ে পরে।


বিজ্ঞাপন


খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে তার হবু স্ত্রীর ছবি দিয়ে বলেন, আলহামদুলিল্লাহ। নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য। ❤️ ০৩/১২/১৪৩১ বাংলা।

আরও পড়ুন

বরগুনার সেই পরিবারটির সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

অপরদিকে তার হবু স্ত্রী জান্নাতুল ফেরদৌস মিতু তার ফেসবুকে তাদের ছবি দিয়ে লিখেন আলহামদুলিল্লাহ।

খান তালাত মাহমুদ রাফির সঙ্গে বিয়ের পিঁড়িতে আবদ্ধ হওয়া নারী জান্নাতুল ফেরদৌস মিতুর বাড়ি বরগুনার সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের চড়কগাছিয়ার গাবতলা গ্রামে।


বিজ্ঞাপন


FB_IMG_1742225251808

মিতুর মা একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বাবা মো. জাকির হোসেন একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

বিয়ের বিষয়ে মিতুর বাবা জাকির হোসেন মুঠোফোনে জানান, পারিবারিকভাবেই মিতু ও রাফির বিয়ে হয়েছে।

তবে বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস মিতু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটি কোচিং করার জন্য ঢাকায় গেলে রাফির সঙ্গে পরিচয় হয়। সেখান থেকেই প্রেম এবং বিয়ের সূত্রপাত।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর