জেলা প্রতিনিধি
১৮ মার্চ ২০২৫, ০৮:৫২ এএম
শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদীর গভীর গর্তের পানিতে ডুবে আবির হোসেন নামের ছয় বছর বয়সী মারা গেছেন।
সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সীমান্তবর্তী বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবির ওই গ্রামের শেখ ফরিদের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা।
আরও পড়ুন
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার চেল্লাখালী নদীতে আবির হোসেন তার সমবয়সী অপর বন্ধু মিলে গোসল করতে যায়। ওই নদীতে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে সৃষ্ট গভীর গর্তে অসাবধানতাবশত পড়ে যায় আবির হোসেন। এসময় তার সহযোগী বন্ধু বাড়িতে গিয়ে আবির হোসেন পানিতে ডুবে গেছে বলে জানায়। স্বজনরা নদীতে ছুটে গিয়ে আবিরকে খুঁজতে থাকে। একপর্যায়ে মাছ ধরার জাল দিয়ে আবিরকে নদীর গভীর পানি থেকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে কর্তব্যরত চিকিৎসক আবিরকে মৃত্যু ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, নিহত আবির হোসেনের মরদেহ হাসপাতালে পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রতিনিধি/এসএস