জেলা প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম
বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ঠাকুরগাঁওয়ে ডিজেল ইঞ্জিনচালিত পাওয়ার ট্রলির ধাক্কায় জুনায়েদ সিদ্দিকী নিশাত (১৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের চণ্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান।

নিহত ওই মোটরসাইকেল আরোহী দক্ষিণ সালন্দর এলাকার নুরুজ্জামানের ছেলে ও আহত পার্থ (১৮) পৌর শহরের শান্তিনগর এলাকার নিতাই বর্মনের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেফার্ড করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ঠাকুরগাঁও দিক থেকে গড়েয়া অভিমুখে মোটরসাইকেলটি যাচ্ছিল অপর দিক গড়েয়া থেকে ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল পাওয়ার ট্রলিটি। এসময় চণ্ডিপুর এলাকায় পাওয়া ট্রলি ও মোটরসাইকেলটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী জুনায়েদ সিদ্দিকী নিশাত। বাইকে থাকা আরেকজন গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।
সদর থানার ওসি বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, তারা দু’জনেই পৌরসভা এলাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে গড়িয়া যাচ্ছিলেন।
প্রতিনিধি/এসএস