মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

ঝিনাইদহে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তা নিহত

ঝিনাইদহে দ্রুতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে সব্যসাচী রায় (৩০) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২ টার দিকে ঝিনাইদহ-কালীগঞ্জ মহাসড়কের মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী বাজারে এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহত সব্যসাচী রায় যশোর জেলার মনিরামপুর উপজেলার ব্রহ্মপুর গ্রামের বিমল কুমার রায়ের ছেলে। তিনি রাজশাহীর আরআরএফ এনজিওতে অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন

মাছ চুরি করতে গিয়ে যুবক নিহত

এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজশাহী থেকে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি যশোর যাচ্ছিলেন তিনি। এসময় বিষয়খালী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কালীগঞ্জ বারোবাজার হাইওয়ে থানার ওসি মহসিন হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি এখনও আটক করা যায়নি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর