images

সারাদেশ

 মাছ চুরি করতে গিয়ে যুবক নিহত

জেলা প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৩৯ পিএম

নেত্রকোনা সদরের ঠাকুরাকোনায় মাছ চুরি করতে গিয়ে ফিসারিতে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাঁধন তালুকদার (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে জেলা সদরের ঠাকুরাকোনা রেলস্টেশন রোডের মাদরাসা সংলগ্ন একটি ফিসারিতে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ। 

এ ঘটনায় ওই ফিশারির কেয়ারটেকার নূরুল আমীনকে আটক করেছে পুলিশ। 

আরও পড়ুন: গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধা নিহত

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত বাঁধন সদর উপজেলার ঠাকুরাকোনা রেলস্টেশন এলাকার মৃত খোকন তালুকদারের ছেলে।

আরও পড়ুন: ময়মনসিংহে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

স্থানীয়দের বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, বাঁধন প্রায় সময় ওই ফিসারি থেকে  মাছ চুরি করতো। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ-দরবার হয়েছে। কিন্তু বাঁধন মাছ চুরি বন্ধ করেনি। গত বুধবার দিবাগত রাতে ওই ফিসারিতে কারেন্ট জাল পেতে রেখে আসে বাঁধন। এদিকে রাতে ফিসারিতে পাতা বৈদ্যুতিক ফাঁদের সুইচ অন করে রাখেন কেয়ারটেকার। পরে শেষ রাতের দিকে জাল তুলতে গেলে বৈদ্যুতিক ফাঁদে পড়ে মারা যান বাঁধন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, কোথাও এমন বৈদ্যুতিক কোনো কিছু দিতে হলে অবশ্যই সতর্কতামূলক সাইনবোর্ড লাগানো দরকার। গোপনে এমন বিদ্যুৎ ফাঁদ দেওয়া অপরাধ। এ ঘটনায় কেয়ারটেকার নূরুল আমীনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে। 

প্রতিনিধি/ এমইউ