জেলা প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য পেশ করবেন জনপ্রিয় ইসলামী বক্তা ড. মিজানুর রহমান আজহারী।
শনিবার (২২ ফেব্রুয়ারি) জোহরের নামাজ শেষে তিনি জেলার রানিহাটি ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড লালা পাড়া আমবাগান মাঠে বয়ান করবেন।
এ কারণে শুক্রবার দিবাগত রাত থেকেই মাঠে অপেক্ষা করছেন হাজারো মুসল্লি।
আরও পড়ুন: ঝালকাঠিতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র্যালি
চাঁপাইনবাবগঞ্জের রানিহাটি ইউনিয়নের ঘোড়া স্ট্যান্ড লালা পাড়া আম বাগান মাঠে গিয়ে দেখা যায়, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, গোমস্তাপুর, ভোলাহাট, বাঘাসহ বিভিন্ন এলাকার মানুষ মাঠে এসে বয়ান শোনার জন্য অপেক্ষা করছেন। এমনকি রাতের খাওয়া-দাওয়াও সেরেছেন এখানেই।
রাজশাহী জেলার নাটোর জেলার বাসিন্দা আব্দুল জাব্বার বলেন, অনেক দিনের ইচ্ছা ছিল ড. মিজানুর রহমান আজহারীর বয়ান কাছ থেকে শুনবো। কিন্তু, সুযোগ হয়ে ওঠেনি। অনলাইনে দেখলাম যে শনিবার চাঁপাইনবাবগঞ্জে আসবেন তিনি। তাই শুক্রবার সন্ধ্যায় মাঠে এসে উপস্থিত হয়েছি। রাতে এখানেই খাওয়া-দাওয়া করেছি।
আরও পড়ুন: ‘পরিকল্পিতভাবে আল্লামা সাঈদীকে হত্যা করা হয়েছে’
ভোলাহাট উপজেলার বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, ড. মিজানুর রহমান আজহারী আসবেন শুনে মহারাজপুর এলাকায় আমার আত্মীয়র বাড়িতে এসেছি।
মাহফিলের সভাপতি মাওলানা আবুজার গিফারী বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে মাহফিলের মাঠগুলোতে। আমরা প্রায় ১৪ লাখ মানুষের বসার ব্যবস্থা করেছি।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী। যানজট নিরসনে ট্র্যাফিক পুলিশ কাজ করবে এবং জননিরাপত্তায় পুলিশের সদস্যরা নিয়োজিত থাকবে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৬৫০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে।
প্রতিনিধি/ এমইউ