images

সারাদেশ

বগুড়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ককে দুর্বৃত্তের ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি

২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৪ পিএম

বগুড়ার শিবগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়েছেন উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহীদুল ইসলাম। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে শিবগঞ্জ উপজেলা পরিষদের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে কে কারা তাকে ছুরিকাহত করেন। 

আরও পড়ুন: বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নেতার মৃত্যু, সড়ক অবরোধ

পরে তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তার বাম চোখের কোনে এবং পশ্চাৎদেশে ছুরিকাঘাত করা হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।

পরে খবর পেয়ে রাতেই শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. তাসনিমুজ্জামান, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহীন তাকে দেখতে হাসপাতালে ছুটে যান। এ সময় নাগরিক ঐক্যের নেতারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। 

আরও পড়ুন: সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী কারাগারে

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান শাহীন বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে তিনি ছুরিকাহত হন। এ ব্যাপারে আমাদের কাছে এখনও তিনি কারও নাম বলেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ