ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা (মেজর জেনারেল) সালাহউদ্দিন মিয়াজীকে দু’দিনের পুলিশ রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ঝিনাইদহ থানা থেকে কঠোর নিরাপত্তায় আদালতে নেওয়া হয় তাকে। তবে আদালতের কাঠগড়ায় তোলা হয়নি তাকে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বগুড়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ককে দুর্বৃত্তের ছুরিকাঘাত
আদালত ভবনের নীচ তলায় পুলিশের জিপে কিছু সময় অপেক্ষার পরে সরাসরি নিয়ে যাওয়া হয় জেলা কারাগারে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
তিনি জানান, ৪ আগস্ট (২০২৪) জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হয় তাকে। ১৯ ফেব্রুয়ারি ওই মামলায় দু’দিনের পুলিশ রিমান্ডে নিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে জিজ্ঞাসাবাদ করা হয়।
রিমান্ড শেষে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) আদালতে হাজির করা হয় এবং ঝিনাইদহ সদর আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছা. রুমানা আফরোজ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে স্বাস্থ্য পরীক্ষার জন্য সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়।
প্রতিনিধি/ এমইউ

