জেলা প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ পিএম
নরসিংদীর বেলাবতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চর উজিলাব ইউনিয়নের বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন বারৈচা-খামারেরচর ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে নিহত ওই নারীর বয়স ১৮ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্থানীয় বারৈচা বাসস্ট্যান্ড সংলগ্ন বারৈচা-খামারেরচর ব্রিজের নিচে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
পরে স্থানীয় দেওয়ানেরচর গ্রামের কাজল মোল্লার ছেলে নাহিম মোল্লা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নাম্বারে কল দিয়ে বেলাব থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধারের কাজ শুরু করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷
প্রতিনিধি/এসএস