মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি, পি‌রোজপুর
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৭ পিএম

শেয়ার করুন:

বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৫

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘর থেকে লক্ষ্মী রানী ভক্ত (৭৫) নামের এক বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় পাঁচ জন‌কে গ্রেফতার ক‌রে‌ছে নাজিরপুর থানা পু‌লিশ।

আসামিদের গতকাল (১৭ ফেব্রুয়ারি) গভীর রাতে নিজ বাড়িতে থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল না‌জিরপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া ঢাকা মেইলকে এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

আরও পড়ুন

পিরোজপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সোহেল শেখ (২৭), মো. সাইদুল ইসলাম (শহিদুল) (৩০), শহিদ হাওলাদার (৪০), মো. ইয়ার হোসেন ফকির (২৬), মো. মিজানুর রহমান মাঝি (২৫)।

ওসি জানান, আসামিদের সন্দেহজনক গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

নাজিরপুরে আইনজীবীর মাকে হত্যার অভিযোগ

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার নাজিরপুরে নিজ ঘর থেকে লক্ষ্মী রানী ভক্ত (৭৫) নামের এক বৃদ্ধার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পু‌লিশ। উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহত লক্ষ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর