জেলা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১১ পিএম
অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে রংপুর নগরীসহ এ বিভাগ থেকে ছাত্রলীগ নেতাসহ ২১ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এর মধ্যে নগরীতে ৩ জন ও রংপুর বিভাগের ৮ জেলা থেকে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) ড. আশিক মাহমুদ।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর কোতোয়ালি থানা থেকে দু’জন এবং মাহিগঞ্জ থানা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে রংপুর নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের জলকর এলাকার রংপুর মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান প্রিতম (২৫), মাহিগঞ্জ এলাকার মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ওমর ফারুক (৩৯) ও মধ্যগনেশপুর এলাকার ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মন্টু মিয়া (৫৮)। এছাড়াও রংপুর রেঞ্জের আট জেলার ১৮ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
অন্যদিকে, অপারেশনের প্রথম দিন মহানগর ও রংপুর বিভাগে ১৯ জন, দ্বিতীয় দিনে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ পর্যন্ত ডেভিল হান্ট অপারেশনে রংপুর বিভাগ থেকে গ্রেফতার হয়েছে ৭০ জন। গ্রেফতার ব্যক্তিরা সবাই আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের নামে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্তদেরই গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
প্রতিনিধি/টিবি