images

সারাদেশ

‘ছাগলের ঘরে’ লুকিয়েও রক্ষা হলো না আওয়ামী লীগ নেতার

জেলা প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০১ পিএম

images

ছাগলের ঘর থেকে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পুঠিয়া উপজেলা চেয়ারম্যান আবদুস সামাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে পুঠিয়া উপজেলার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউলসহ আ.লীগ নেতাদের বাড়িঘর ভাঙচুর-আগুন

পুলিশ জানায়, নাশকতার উদ্দেশে আবদুস সামাদ পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সংগঠিত করছিল। গোপন খবর পেয়ে তার এলাকায় অভিযান চালানো হয়। এসময় সে বাসার ভেতর ছাগলের ঘরে লুকিয়ে যায়। পরে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর তাকে আনা হয় থানায়।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, রাষ্ট্র বিরোধী কার্যকলাপ পরিচালনার জন্য এলাকার আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করেছিল বেশ কিছুদিন থেকে। তাই তাকে আটক করা হয়েছে। তার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস