জেলা প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৫ পিএম
কুড়িগ্রামের চিলমারীতে দুই স্ত্রীকে নিয়ে অশান্তির জেরে যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার থানাহাট ইউনিয়নের ফকিরের কুঠি এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: বেদে প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি
আত্মহত্যা করা ওই যুবকের নাম মাসুম মিয়া (৩৫)। তার বাবার নাম সাদেক আলী।
এ বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব।
আরও পড়ুন: পাবনায় রুশ নাগরিকের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার সাদেক আলীর ছেলে মাসুম মিয়ার দুই স্ত্রী। একজন গ্রামের বাড়িতে থাকেন, অন্যজন ঢাকায়। দুই স্ত্রীকে নিয়ে মাসুম মিয়ার পারিবারিক কলহ লেগেই থাকত।
গত শুক্রবারও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে শুক্রবার রাতে মাসুম মিয়া ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন।
পরের দিন (আজ) শনিবার সকালে বাঁশঝাড়ের মধ্যে একটি সোনালু গাছের ডালে তার মরদেহ ঝুলতে দেখেন স্থানীয়রা।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা বলে জানতে পেরেছি। এ ঘটনায় একটি ইউডি মামলা হবে।
প্রতিনিধি/ এমইউ