মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বেদে প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৫, ০৯:২৫ এএম

শেয়ার করুন:

বেদে প্রেমিক যুগলের বিষপান, হাসপাতালে ভর্তি

বেদে প্রেমিক যুগল বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে মাধবপুরের নতুন বেদে পল্লিতে এই ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: পাবনায় রুশ নাগরিকের লাশ উদ্ধার

প্রেমিকা পূর্ণিমা নতুন বেদে পল্লির বলু মিয়ার মেয়ে ও প্রেমিক বাদল একই পল্লির মৃত জামাল মিয়ার ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

হাসপাতাল সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার রাতে প্রেম সংক্রান্ত কলহের জেরে পূর্ণিমা ও বাদল তাদের নিজ নিজ বসতঘরে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে তাদের পরিবারের লোকজন পূর্ণিমা ও বাদলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এলে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুল হক তাদেরকে মেডিসিন বিভাগে ভর্তি করেন। 

আরও পড়ুন: ফরিদপুরে গৃহবধূর আত্মহত্যা


বিজ্ঞাপন


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাধবপুরের নতুন বেদে পল্লির প্রেমিক যুগল বিষপান করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তারা একসঙ্গে বিষপান করলেও কী কারণে বিষপান করেছেন তা অস্পষ্ট।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর