images

সারাদেশ

নরসিংদীতে ইউপি সদস্য গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৫, ০২:৫৬ পিএম

নরসিংদীর রায়পুরায় কাজল মিয়া নামে এক ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরনগর ইটখোলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: প্রকাশ্যে যুবককে কোপানো হলো, পুলিশের ধারণা অভ্যন্তরীণ দ্বন্দ্ব

গুলিবিদ্ধ কাজল মিয়া রায়পুরা উপজেলার অলিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর ইটাখোলা মোড়ে একটি মসজিদে মাগরিবের নামাজ আদায় শেষে পাশের রায়পুরা-বারৈচা আঞ্চলিক সড়ক ধরে হাঁটছিলেন ইউপি মেম্বার কাজল মিয়া। ওই সময় একটি চলন্ত মোটরসাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলটিতে ওই সময় দু’জন আরোহী ছিল। গুলিবিদ্ধ কাজল মেম্বারকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়। পরে সেখান থেকে একটি অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

আরও পড়ুন: কথা-কাটাকাটির জেরে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ

এ বিষয়ে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহিমা শারমিন বলেন, আহত ইউপি মেম্বার কাজলের গলার নিচে একটি গুলির আঘাত আছে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ জানান, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন একজন ইউপি মেম্বার। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এমইউ