শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রকাশ্যে যুবককে কোপানো হলো, পুলিশের ধারণা অভ্যন্তরীণ দ্বন্দ্ব

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৫, ০১:০২ পিএম

শেয়ার করুন:

প্রকাশ্যে যুবককে কোপানো হলো, পুলিশের ধারণা আভ্যন্তরীণ দ্বন্দ্ব

ফরিদপুর শহরের নিউ মার্কেটে প্রকাশ্যে মো. রিফাত (২৩) নামে এক যুবককে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পুলিশের ধারণা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা লেনদেনের কারণে এ ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নিউ মার্কেটের দুই নম্বর গেট সংলগ্ন ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


ভুক্তভোগী যুবক রিফাত বায়তুল আমান এলাকার জয়নাল হোসেনের ছেলে। তিনি গাড়ির কাজ করেন।

সিসিটিভির ফুটেজে দেখা যায়, প্রকাশ্যে মার্কেটের গলির মধ্যে ‘ছিনতাইকারী ধর ধর’ বলে ধাওয়া দিলে সাধারণ মানুষ ছিনতাইকারী ভেবে তার গতিরোধ করে। এ সময় রিফাত পড়ে গেলে পেছন থেকে এক যুবক কুড়াল দিয়ে কোপাতে থাকে। তখন স্থানীয়রা তাকে বাধা দিলে সে দ্রুত পালিয়ে যায়।

আরও পড়ুন: নরসিংদীতে ইউপি সদস্য গুলিবিদ্ধ

আহত রিফাত বলেন, সকালে ৫০ হাজার টাকা নিয়ে ব্যাংকে জমা দিতে যাই। এ সময় আমার পিছু নেয় দুই যুবক। পরে নিউ মার্কেটের ১ নম্বর গেট থেকে ধাওয়া দিলে মার্কেটের ভেতর দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করি। কাপড়পট্টি থেকে ফলপট্টির দিকে দৌড়ে যাওয়ার সময় মানুষের বাধায় পড়ে গেলে পেছন থেকে আমাকে কুপিয়ে টাকা ও মোবাইল নিয়ে যায়।


বিজ্ঞাপন


তবে তিনি হামলাকারী রনি নামে একজনকে চিনতে পেরেছেন বলে জানান। রনি তার পূর্ব পরিচিত ও শহরের মুন্সিবাজার এলাকার বাসিন্দা।

আরও পড়ুন: কথা-কাটাকাটির জেরে দুই গ্রামের লোকদের মধ্যে সংঘর্ষ

এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে। হামলাকারীর নাম রনি বলে জানা গেছে। তবে কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ওই যুবকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা লেনদেনের কারণে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর