images

সারাদেশ

স্ত্রীকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে নাটক

উপজেলা প্রতিনিধি

২৬ জানুয়ারি ২০২৫, ১১:২৬ এএম

ঢাকার কেরানীগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রী নার্গিস আক্তারকে (২২) পিটিয়ে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার নাটকের অভিযোগে স্বামী নূর মোহাম্মদকে (২৪) গ্রেফতার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাপুরের করেরগাও এলাকায় এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লেবু বাগানে মিলল মরদেহ

গ্রেফতার নূর মোহাম্মদ দক্ষিণ কেরানীগঞ্জ থানার আব্দুল্লাপুর করেরগাও এলাকায় নুরুল হাজীর বাড়িতে ভাড়া থাকতেন। তিনি মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানার চরগুলগুলিয়া এলাকার মৃত নেওয়াজ আলীর ছেলে।

প্রতিবেশীরা জানান, বিয়ের পর থেকে নার্গিস আক্তারকে স্বামী নূর মোহাম্মদ যৌতুকসহ নানান অজুহাতে প্রায়ই নির্যাতন করত। শনিবার সকালে দাম্পত্য কলহের জের ধরে নার্গিস আক্তারকে বেধড়ক মারধর করেন তিনি। মারধরের একপর্যায়ে নার্গিস আক্তারের দেহ নিথর হয়ে পড়লে স্বামী তার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে। পরে পাষণ্ড স্বামী নূর মোহাম্মদ আত্মহত্যার নাটক করে।

আরও পড়ুন: মেয়েকে কুপিয়ে হত্যা করলেন বাবা 

এরপর প্রতিবেশীরা নার্গিস আক্তারের নিথর দেহ উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় এলাকাবাসী পাষণ্ড স্বামী নূর মোহাম্মদকে আটক করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে ঘাতক স্বামীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তখন পুলিশ ঘাতক নুর মোহাম্মদকে গ্রেফতার করে দক্ষিণ কেরানীগঞ্জ থানা নিয়ে যায়।

এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে যে এটা হত্যা, না আত্মহত্যা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ