রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লেবু বাগানে মিলল মরদেহ

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল 
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৫, ০২:১১ পিএম

শেয়ার করুন:

ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, লেবু বাগানে মিলল মরদেহ

টাঙ্গাইলের সখীপুরে আব্দুস সালাম (৪৮) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ির পাশের একটি লেবু বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


আরও পড়ুন: মোটরসাইকেল চুরির সময় গণপিটুনিতে চোরের মৃত্যু

এর আগে গত বুধবার (২২ জানুয়ারি) রাতে কোনো এক সময়ে উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

নিহত সালাম মিয়া একই এলাকার মৃত আমীর আলীর ছেলে। তিনি হাসানগঞ্জ চকচকিয়া বাজারে একটি মুদির দোকান করতেন।

আরও পড়ুন: মেয়েকে কুপিয়ে হত্যা করলেন বাবা


বিজ্ঞাপন


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সালাম মিয়া গত বুধবার রাতে তার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশে বের হন। পরে তিনি বাড়ি না আসায় তার স্বজনরা রাতভর খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে বৃহস্পতিবার সকালে তার বাড়ির পাশের লেবুর বাগানে গলা কাটা লাশ দেখতে পায় স্বজনরা। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতার করা হবে।

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর