images

সারাদেশ

নলছিটির নতুন সহকারী কমিশনার নুসরাত জাহান

জেলা প্রতিনিধি

০৬ জানুয়ারি ২০২৫, ০১:৩৪ পিএম

ঝালকাঠির নলছিটিতে নতুন সহকারী কমিশনার (ভূমি) নিয়োগ পেয়েছেন পটুয়াখালী দুমকী উপজেলার সহকারী কমিশনার নুসরাত জাহান।

রোববার (৫ জানুয়ারি) বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. সোহরাব হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ৩ ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

এতে বলা হয়েছে যে বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের নিম্ন বর্ণিত কর্মকর্তাদেরকে পুনরাদেশ না-দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্দেশক্রমে বদলি/পদায়ন করা হলো।

নুসরাত জাহান ৩৮তম বিসিএস-এর একজন কর্মকর্তা। তিনি ২০২৪ সালের ২৭ মে থেকে দুমকীর সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: যমুনা রেল সেতুতে ট্রায়াল ট্রেনের পরীক্ষামূলক চলাচল শুরু

সহকারী কমিশনার নুসরাত জাহান জানান, আমার বদলির আদেশ হয়েছে। আদেশ পেলেই নলছিটিতে যোগদান করবো।

প্রতিনিধি/ এমইউ