সিরাজগঞ্জের যমুনা রেল সেতুতে ট্রায়াল ট্রেনের পূর্ণ গতির পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। শুরুতেই দু’প্রান্ত থেকে ৬০ কিলোমিটার গতিতে একইসাথে দু’টি ট্রেন সেতু অতিক্রম করে।
রোববার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হয় পূর্ণ গতির পরীক্ষামূলক চলাচল। আগামীকাল সোমবার এই ট্রায়াল সমাপ্ত হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ময়মনসিংহে ৮ দিন পর লোকাল ট্রেন চলাচল শুরু
যমুনা রেলসেতু প্রকল্পের প্রকল্প পরিচালক আল ফাত্তাহ মো. মাসুদুর রহমান বলেন, সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্ত থেকে একইসাথে দু’টি ট্রায়াল ট্রেন রওনা হয়ে সেতু অতিক্রম করেছে। প্রথমবারে ৬০ কিলোমিটার গতিতে ছুটেছে ট্রেন। তবে ক্রমান্বয়ে গতি বৃদ্ধি করা হচ্ছে।
তিনি বলেন, দু’দিন ট্রায়াল ট্রেনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হলে রিপোর্ট পাঠানো হবে রেলপথ মন্ত্রণালয়ে। এরপর মন্ত্রণালয় থেকে উদ্বোধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
আরও পড়ুন: ১০ ঘণ্টা পর স্বাভাবিক দৌলতদিয়া ফেরিঘাট
বিজ্ঞাপন
২০২০ সালের শেষের দিকে যমুনা সড়ক সেতুর ৪০০ মিটার উজানে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা ব্যয়ে দেশের সর্ববৃহৎ ৪.৮ কিলোমিটার দৈর্ঘের ডুয়েল গেজ ডাবল ট্রাক রেল সেতুটির নির্মাণ শুরু হয়। নির্মাণকাজ শেষে গত ২৬ নভেম্বর যমুনা রেল সেতুতে ৪০ কিলোমিটার গতিতে ট্রায়াল ট্রেনের পরীক্ষামূলক চলাচল সম্পন্ন হয়েছে।
প্রতিনিধি/ এমইউ