images

সারাদেশ

২০ মণ শাপলাপাতা মাছ জব্দ, বিএনপির দুই নেতাসহ আটক ৯

জেলা প্রতিনিধি

৩০ ডিসেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় একটি পিকআপসহ বিপন্ন প্রজাতির ২০ মণ শাপলাপাতা মাছ জব্দ করেছে থানা পুলিশ। এসময় পিকআপের চালক ও হেলপার এবং চাঁদাবাজির অভিযোগে দুই বিএনপি নেতাসহ ৯ জনকে আটক করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) ভোররাতে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের বিশকানি এলাকা থেকে এসব মাছ জব্দ করা হয়।

আরও পড়ুন

রাজশাহীতে ৮ জুয়াড়ি গ্রেফতার

কলাপাড়া থানার (ওসি) জুয়েল ইসলাম জানান, মহিপুর মৎস্য বন্দর থেকে নিষিদ্ধ এসব মাছ পাচার করছিল একটি চক্র। পিকআপটি বিশকানি এলাকায় পৌঁছলে পুলিশ পরিচয়ে টিয়াখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জুয়েল রানা (৩২) ও ওই ইউনিয়নের ছাত্রদল সভাপতি মো. ইমরানসহ (২৮) একদল দুর্বৃত্ত তাদের কাছে চাঁদা দাবি করে এবং মাছ লুট করে নেয়।

Gallery_1735549273001

খবর পেলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি চাকু, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অটোরিকশাসহ ৯ জনকে আটক করে। ২০ মণ শাপলাপাতা মাছসহ একটি পিকআপ জব্দ করে। জব্দ করা মাছ বনবিভাগের উপস্থিতিতে মাটি চাপা দেওয়া হবে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস