রাজশাহীতে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
রোববার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর শিরোইল কাঁচাবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের বোয়ালিয়া মডেল থানায় দেওয়া হয়।
বিজ্ঞাপন
আরএমপির বোয়ালিয়া মডেল থানার ওসি (তদন্ত) তাজেমুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, আসামিরা বর্তমানে থানায় রয়েছেন। আগে তাদের নামে কোনো মামলা আছে কি না সেটা দেখা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। গ্রেফতার আসামিদের নাম পরিচয় পরে জানানো হবে।
প্রতিনিধি/এসএস

