images

সারাদেশ

পূর্বধলায় ইয়াবাসহ ৩ যুবক আটক

জেলা প্রতিনিধি

২২ ডিসেম্বর ২০২৪, ১১:৫২ এএম

নেত্রকোনার পূর্বধলায় ২৩৮ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (২১ ডিসেম্বর) রাতে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ২৩৮ পিস ইয়াবা, নগদ ৫ হাজার ৭০০ টাকা, পাঁচটি মোবাইলফোন, একটি ছুরি ও তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

ওই তিনজন মাদক কারবারি বলে জানায় সেনাবাহিনী।

আরও পড়ুন

নেত্রকোনা সীমান্ত থেকে বিপুল পরিমাণ সুপারি জব্দ

আটক ব্যক্তিরা হলেন- উপজেলার  শ্যামগঞ্জ গ্রামের মো. ফারুক আহমেদ (৩৫) এবং বাদে পুটিকা গ্রামের মো. আব্দুল আহাদ (১৮) ও মো. রানা খান (৩৩)।

নেত্রকোনা সেনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী  জানায়, মাদকের গোপন খবরে পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় মেজর নাজমুজ সাকিবের নেতৃত্বে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে ২৩৮ পিস ইয়াবা, নগদ টাকা, ছুরি ও মোটরসাইকেলসহ তিন যুবককে আটক করা হয়।

পরে তাদের পূর্বধলা থানায় হস্তান্তর করা হয় বলে জানান সেনা কর্মকর্তা মেজর নাজমুজ সাকিব।

প্রতিনিধি/এসএস