মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নেত্রকোনা সীমান্ত থেকে বিপুল পরিমাণ সুপারি জব্দ

জেলা প্রতিনিধি, নেত্রকেনা
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ এএম

শেয়ার করুন:

নেত্রকোনা সীমান্ত থেকে বিপুল পরিমাণ সুপারি জব্দ

নেত্রকোনার কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ৭ হাজার ৬৮০ কেজি দেশীয় সুপারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

এসব সুপারি ভারতে পাচার করছিল চোরাকারবারিরা।


বিজ্ঞাপন


শনিবার (২২ ডিসেম্বর) দুপুরে নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জব্দ করা সুপারির আনুমানিক মূল্য ৩৪ লাখ ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন

নেত্রকোনায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি

শুক্রবার বিকেল ৪টার দিকে কলমাকান্দা উপজেলার পশ্চিম লেংগুড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সুপারি জব্দ করা হয়।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, চোরাচালানের গোপন খবরে বিজিবির লেংগুড়া বিওপির সদস্যরা পশ্চিম লেংগুড়া এলাকায় শনিবার বিকেলে অভিযান চালায়। অভিযান টের পেয়ে চোরাকারবারিরা বিপুল পরিমাণ সুপারি ফেলে পালিয়ে যায়। এসময় পরিত্যক্ত অবস্থায় অনেকগুলো বস্তায় ভর্তি ৭ হাজার ৬৮০ কেজি দেশীয় সুপারিশ জব্দ করা হয়। এসব সুপারি ভারতে পাচার করা হচ্ছিল। জব্দ করা সুপারির আনুমানিক মূল্য ৩৪ লাখ ৫৬ হাজার টাকা।

নেত্রকোনা ৩১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এ এস এম কামরুজ্জামান জানান, জব্দ করা সুপারিগুলো নেত্রকোনা কাস্টমস অফিসে জমা করা হবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর