images

সারাদেশ

নীলফামারীতে পুকুরে মিলল অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ

জেলা প্রতিনিধি

১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:২৯ পিএম

নীলফামারীর উত্তর হাড়োয়া ডেবিরডাঙ্গা রোড

নালারপাড় নামক স্থানের পুকুর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলের দিকে নীলফামারী সদর থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

আরও পড়ুন

বরিশালে পলিটেকনিক শিক্ষকের প্রতারণায় নিঃস্ব প্রসেনজিৎ

নীলফামারীর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ ঢাকা মেইলকে বলেন, আমরা এখনও পরিচয় শনাক্ত করতে পারিনি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ওসি আরও বলেন, আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে স্থানীয়রা কেউ তার নাম-পরিচয় শনাক্ত করতে পারছেন না।

প্রতিনিধি/এসএস