images

সারাদেশ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নিহত

জেলা প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ পিএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ৫ জন।

সোমবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ ঘটনা ঘটে। ঘিওর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে কৃষকের মৃত্যু, বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘিওর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কর্মীকে মারধর করে দুর্বৃত্তরা। সাবেক ছাত্রদল নেতা লাভলু তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা লাভলু মিয়ার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনাস্থলেই নিহত হন লাভলু।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। ঘটনা অনুসন্ধান করে পুলিশের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/এসএস