মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে কৃষকের মৃত্যু, বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

loading/img

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত কৃষক বাদশা মোল্লা (৪০) চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিজ্ঞাপন


thumbnail_Jhenidha_murder_photo

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দীঘলগ্রামের মোক্তার মোল্লার সমর্থকদের সঙ্গে মাহাতাব মোল্লার সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার (৬ ডিসেম্বর) উভয় পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোক্তার মোল্লার সমর্থক বাদশা মোল্লা গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

গাইবান্ধার আওয়ামী লীগ নেতা ঢাকায় গ্রেফতার

এদিকে তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিজ্ঞাপন


শৈলকূপা থানার ওসি মাসুম খান জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত। হত্যার ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন