images

সারাদেশ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

জেলা প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ এএম

নীলফামারী সদরের গাছবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে বিমল চন্দ্র রায়(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট (খুলনা মেইল) ট্রেনে কাটা পড়ে। ওই বৃদ্ধের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী।

বিমল চন্দ্র রায় (৬০) জেলা সদরের বাড়াইপাড়া এলাকার মৃত বাতাশু বর্মনের ছেলে।


 
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বিমল চন্দ্র সানিটা সিরামিক্সে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি মানষিক সমস্যায় ভুগছিলেন। 

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহমুদ উন নবী বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধিন।

প্রতিনিধি/ এজে