images

সারাদেশ

চলতি বছর বরিশালে ডেঙ্গুতে ৫৫ ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

চলতি বছরের প্রথম ১১ মাসে বরিশাল বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫ ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছে ৭ হাজার ৮০৩ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৪৭৮ ব্যক্তি। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে ২৭০ রোগী।

শুক্রবার (২৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মৃতদের মধ্যে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৪৪ জন। এছাড়া পটুয়াখালী মেডিকেল কলেজে একজন, পটুয়াখালী মেডিকেল বাদে জেলার অন্যান্য হাসপাতালে একজন মারা গেছে। এছাড়া ভোলা, পিরোজপুর, বরগুনা জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চলতি বছর তিন জন করে মারা গেছে।

আরও পড়ুন

রংপুরে মাদরাসার কক্ষ থেকে ১০ বছরের শিশুর মরদেহ উদ্ধার

চলতি বছর মোট আক্রান্ত ৭ হাজার ৮০৩ জনের মধ্যে শেবাচিম হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ২৮১ জন। শেবাচিম হাসপাতাল বাদে বরিশাল জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১ হাজার ৩৫ জন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৫৮২ জন। পটুয়াখালী মেডিকেল কলেজ বাদে এই জেলার অন্যান্য সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছে ৭২৯ জন। ভোলা জেলার হাসপাতালে ৭৪৫ জন, পিরোজপুরে ১ হাজার ১৫ জন, বরগুনায় ২ হাজার ১৭৭ জন, ঝালকাঠির ২৩৯ জন স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের বরিশাল বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সর্বোচ্চ সচেতনতাই ডেঙ্গু থেকে আমাদের রক্ষা করতে পারে। তাই আমরা সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস