মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রংপুরে মাদরাসার কক্ষ থেকে ১০ বছরের শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৪, ০৩:৫৪ পিএম

শেয়ার করুন:

রংপুরে মাদরাসার কক্ষ থেকে ১০ বছরের শিশুর মরদেহ উদ্ধার

রংপুর নগরীর গনেশপুর বকুলতলা জান্নাত বাগ হাফেজিয়া মাদরাসার তৃতীয় তলার পরিত্যক্ত কক্ষ থেকে সিয়াম নামের ১০ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিয়ামের বাড়ি মিঠাপুকুরের ৫ নম্বর বালারহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বুদ্রুক ঝালাই এলাকায়। এ ঘটনাটি তদন্ত করছে সিআইডি ও রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ওই মাদরাসার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৫ জনকে আটক করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মাদরাসা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মাগরিবের নামাজ পরবর্তী ক্লাস শুরুর পর সিয়ামকে দেখতে না পেয়ে সবাই মিলে তাকে খোঁজাখোঁজি করে। একপর্যায়ে আব্দুর রহমান ওরফে আবদুল্লাহ নামের এক শিক্ষক সিয়ামকে মাদরাসার সদ্য নির্মিত তৃতীয় তলার পরিত্যক্ত রুমে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিয়ামের চাচা আনোয়ার হোসেন জানান, মাদরাসা থেকে কল দিয়ে জানানো হয় সিয়াম অসুস্থ। মাদরাসায় গিয়ে শুনি ভাতিজা মারা গেছে। বিষয়টি খুবই মর্মান্তিক। সিয়াম আমাদের আদরের সন্তান। দুই ভাইয়ের মধ্যে সিয়ামই বড়।

নিহত সিয়ামের পিতা ভুট্টু মিয়া বলেন, বৃহস্পতিবার দুপুরে সিয়ামের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছিল। সে শুক্রবার সকালে বাড়িতে ছুটি নিয়ে ফিরবে। তার মা ছেলের জন্য মাংস কিনে রেখেছিলেন। অথচ এখন সে বাড়ির পরিবর্তে মেডিকেলের মর্গে রয়েছে। আমার অবুঝ সন্তানকে যারা হত্যা করেছে, তাদের আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করছি।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে শিক্ষক আব্দুর রহমান ওরফে আবদুল্লাহসহ ৫ জনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। খুব শিগগিরই প্রকৃত ঘটনার সত্যতা উন্মোচন হবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর