জেলা প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম
মানিকগঞ্জে আগুন লেগে একটি মিনি তেলের পাম্প, মোটরসাইকেলসহ মুরগির ফার্ম ও চার হাজার ব্রয়লার মুরগির বাচ্চা পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আতাউর রহমান নামের একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের হরগজ বাসস্ট্যান্ডের অদূরে কৃষ্টপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে প্যাকেজিং কারখানায় ভয়াবহ আগুন
আহত আতাউর মিনি পাম্পের মালিক মুখছেদের ভাতিজা। তিনি মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে মিনি তেলের পাম্পে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে উঠে। আশপাশের সবাই আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তেলের পাম্প, একটি মোটরসাইকেল ও পাশের মুরগির ফার্মসহ চার হাজার ব্রয়লার মুরগির বাচ্চা পুড়ে যায়।
আরও পড়ুন: কলমাকান্দায় আগুনে পুড়ে ৩ গরুর মৃত্যু
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে মিনি পাম্পে মোটরসাইকেলে জ্বালানি তেল দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।
প্রতিনিধি/ এমইউ