জেলা প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৪, ০৩:০২ পিএম
নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় মেহের নেগার মেঘলা (৪৫) নামে এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বুধবার (২০ নভেম্বর) সকালে সদরের পাঁচমাথা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত ২
নিহত মেঘলা চাপড়া যাদুরহাট এলাকার রাশেদুল ইসলাম সেলিমের স্ত্রী।
নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাইদ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু
তিনি জানান, সকালে মেঘলা তার স্বামী সঙ্গে মোটরসাইকেলযোগে পাঁচমাথা মোড় এলাকা থেকে যাদুরহাট বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় অপরদিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/ এমইউ