মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ০৮:৪৭ এএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে ট্রাকচাপায় নিহত ২

গোপালগঞ্জে ট্রাকচাপায় দু’জন নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের বেদগ্রাম মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু

নিহতরা হলেন - গোপালগঞ্জ সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ও ব্যবসায়ী (ঠিকাদার) নুরুল ইসলাম সিকদার (৫০) ও অপর ব্যবসায়ী মোটরসাইকেল চালক মানিক মন্ডল বাবু। নিহত নুরুল ইসলাম সিকদার শহরের সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিয়ানী হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্লা জানান, নুরুল ইসলাম তার ঠিকাদারি কাজের সাইট পরিদর্শন শেষে মোটরসাইকেলে করে সদর উপজেলার কাঠি থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম মোড় হয়ে বাড়ির দিকে ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী পেঁয়াজবোঝাই একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। 

আরও পড়ুন: ফরিদপুরে অগ্নিদগ্ধ হয়ে ২ শিশুর মৃত্যু


বিজ্ঞাপন


এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের পেছনের সিটে বসে থাকা নুরুল ইসলাম সিকদার সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় মোটরসাইকেল চালক মানিক মন্ডল বাবু মারাত্মক আহত হন।

আহত ব্যক্তিকে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথিমধ্যে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় পৌঁছলে তার মৃত্যু হয়। 

প্রতিনিধি/ এমইউ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর