images

সারাদেশ

মাগুরায় ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৪, ০৯:১২ এএম

মাগুরার ঘোড়ানাছ গ্রামে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলা ঐতিহ্যবাহী লাঠি খেলা।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ঘোড়ানাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ লাঠি খেলা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়।

thumbnail_IMG_20241116_163053

মাগুরা ঘোড়ানাছ সর্দার ফাউন্ডেশন এ লাঠি খেলার আয়োজন করে।

আরও পড়ুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গ্রিন ভয়েস’ এর পথচলা শুরু

আয়োজক কমিটির সভাপতি গোলাম হোসেন জানান, আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ আয়োজন। শত বছরের ঐতিহ্যকে ধরে রাখতে এমন গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় দূর-দূরান্ত থেকে এসেছেন দর্শনার্থীরা। প্রতিটা বাড়িতেও এসেছেন আত্মীয়-স্বজন। পুরো এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।

thumbnail_IMG_20241116_163225

ঘোড়ানাছ গ্রামের লাঠিয়াল দলের লাঠি খেলার কসরত দেখে মুদ্ধ হন উপস্থিত দর্শনার্থীরা। তাদের দলের লাঠি খেলা মুগ্ধ করছে সব  খেলা প্রেমীদের। বিশেষ করে ষাটোর্ধ্ব বয়সী লাঠিয়ালদের  কসরত ছিল প্রশংসনীয়।

প্রতিনিধি/এসএস