মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গ্রিন ভয়েস’ এর পথচলা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ এএম

শেয়ার করুন:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গ্রিন ভয়েস’ এর পথচলা শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিবেশবাদী যুব সংগঠন ‘গ্রিন ভয়েসে’র আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।

শনিবার (১৬ নভেম্বর) এ উপলক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


সভায় উপস্থিত ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সুলতানা আক্তার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক এবং গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। সভাটি পরিচালনা করেন গ্রিন ভয়েস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক সাইদুর রহমান  সীমান্ত।

আরও পড়ুন

‘ভালো খাবার’ খুঁজতে হয়রান ঢাবির দুই হলের শিক্ষার্থীরা!

ড. সুলতানা আক্তার তার বক্তব্যে বলেন, গ্রিন ভয়েস দেশব্যাপী পরিবেশের সামগ্রিক উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের পড়ালেখার পাশাপাশি পরিবেশের উন্নয়নে এগিয়ে এলে দেশের সামগ্রিক কল্যাণ সম্ভব।

গ্রিন ভয়েসের প্রধান সমন্বয়ক আলমগীর কবির বলেন, বাংলাদেশের ইতিহাস বলে, দেশের প্রয়োজনে ছাত্র সমাজ সবসময় এগিয়ে এসেছে। ২০২৪ সালেও এর ব্যতিক্রম হয়নি। গ্রিন ভয়েস তরুণদের শুধু নিজেদের উন্নয়নের জন্য নয়, বরং দেশের জনগণের জন্য একটি দখল ও দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষে কাজ করছে।


বিজ্ঞাপন


6a475b90-a15d-48c6-a853-f378eb144cae

সভায় গ্রিন ভয়েস, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। শাখার সদস্যরা পরিবেশ উন্নয়ন, সচেতনতা বৃদ্ধির কার্যক্রম এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অঙ্গীকার করেন।

উল্লেখ যে গ্রিন ভয়েস একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠন, যা পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষে ২০০৫ সাল থেকে কাজ করে যাচ্ছে। গ্রিন ভয়েসের বিভিন্ন কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং সামাজিক দায়বদ্ধতাকে কেন্দ্র করে পরিচালিত হয়। পাঠচক্র,  ক্রীড়া,  সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ে মোট ১৬টি উপটিম নিয়ে দেশব্যাপী ১৬০টি ইউনিট পরিচালিত হচ্ছে।

3323a5be-b004-463e-8421-e50afeefc139

গ্রিন ভয়েসের এ নতুন শাখার কার্যক্রম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন এবং জাতীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর