images

সারাদেশ

সৈয়দপুরে বিমান চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি

১৬ নভেম্বর ২০২৪, ০১:৩৮ পিএম

images

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন ঘটে। তবে সকাল ১০টার দিকে ঘন কুয়াশা কেটে যাওয়ার বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে কোনো ফ্লাইট অবতরণ ও উড্ডয়ন করতে পারেনি।

আরও পড়ুন

ঘন কুয়াশায় সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন

air-astra-bg-20240925140209

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় নভোএয়ারের একটি ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি।

e6a21fe166b1bdc02935fb167a44f6c240ce3acacddcab3c

রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। এর আগে ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করায় দুটি বিমান অবতরণ করতে পারেনি। পরে ১০টার দিকে ঘন কুশায়া কেটে গেলে বিমান চলাচল স্বাভাবিক হয়।

প্রতিনিধি/এসএস