বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ঢাকা

ঘন কুয়াশায় সৈয়দপুরে উড়োজাহাজ ওঠানামায় বিঘ্ন

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৪, ১০:২১ এএম

শেয়ার করুন:

loading/img

ঘন কুয়াশার কারণে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় বিপর্যয় ঘটছে। রানওয়ে কুয়াশায় ঢাকা পড়ায় বেসরকারি বিমান সংস্থার দুটি ফ্লাইট নিধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

Novoair-Photo


বিজ্ঞাপন


এতে ওই দুই ফ্লাইটের ঢাকাগামী শতাধিক যাত্রী আটকা পড়েছেন বলে জানা গেছে। তবে ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

শনিবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়েতে কোনো বিমান অবতরণ করেনি।

e6a21fe166b1bdc02935fb167a44f6c240ce3acacddcab3c

সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এ কে এম বাহাউদ্দিন জাকারিয়া ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সকাল ৮টায় নভোএয়ার ও এয়ার অ্যাস্টার একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও নামতে পারেনি।

আরও পড়ু

শাহজালালে উদ্বোধন হচ্ছে যাত্রীদের ওয়েটিং লাউঞ্জ, মিলবে যেসব সুবিধা

রানওয়েতে উড়োজাহাজ চলাচলের জন্য কমপক্ষে দুই হাজার মিটার ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকতে হয়। বর্তমানে ৪০০ মিটার দৃষ্টিসীমা বিরাজ করছে। বেলা ১১টার পর আকাশ পরিষ্কার হলে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আছে। শীতের এ সময় বৈরী আবহাওয়ার কারণে প্রায় এমনটি ঘটে। তবে কোনো ফ্লাইট বাতিলের কোনো সম্ভাবনা নেই।

air-astra-bg-20240925140209

প্রতিদিন সৈয়দপুর বিমানবন্দর থেকে গড়ে ১৫ থেকে ১৬টি ফ্লাইট পরিচালিত হয়। এর মধ্যে দুপুর ১২টার আগে ৩টি ফ্লাইট চলাচল করে। গতকাল (শুক্রবার) কুয়াশার কারণে দুটি ফ্লাইটে অবতরণে দেরি হয়েছিল।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন